ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

মডার্ন হারবালে র‌্যাবের অভিযান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৪ ঘণ্টা, জুলাই ৩, ২০১৯
মডার্ন হারবালে র‌্যাবের অভিযান

ঢাকা: রাজধানীর ডেমরা এলাকায় মডার্ন হারবালের কারখানায় অভিযান চালাচ্ছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (০৩ জুলাই) দুপুর থেকে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে এ অভিযান চালানো হচ্ছে।

সারওয়ার আলম বাংলানিউজকে জানান, ভেজাল ও অনুমোদনহীন ওষুধ তৈরির অভিযোগে মডার্ন হারবাল গ্রুপের একটি কারখানায় অভিযান চালানো হচ্ছে।

প্রতিষ্ঠানের ইউনানি ওষুধ তৈরির অনুমোদন থাকলেও ভোগ্যপণ্য তৈরি করে আসছিলো। এছাড়া বিভিন্ন ধরনের অনিয়ম পাওয়া গেছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে।

মডার্ন হারবাল গ্রুপের এ কারখানাটিতে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) মান নিয়ন্ত্রণ ছাড়াই ওষুধ তৈরি করা হচ্ছিলো। অভিযান শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, জুলাই ০৩, ২০১৯
পিএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।