ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কক্সবাজারে আগুনে পুড়লো রাইস মিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৭ ঘণ্টা, জুলাই ৩, ২০১৯
কক্সবাজারে আগুনে পুড়লো রাইস মিল

কক্সবাজার: কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়নের বাংলাবাজার এলাকায় আগুনে বাহার মেজর অটো রাইস মিল পুড়ে গেছে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন মিল মালিক।

বুধবার (৩ জুলাই) ভোরে এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস কর্মীদের তৎপরতায় প্রায় দেড় ঘণ্টা পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছেন দমকল বাহিনীর কর্মীরা।  

কক্সবাজার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শাফায়াত হোসেন বাংলানিউজকে জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ সময় কেউ হতাহত হয়নি। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করা যায়নি।

মিল মালিক ছালামত উল্লাহ বাংলানিউজকে জানান, আগুনে মিলের ভেতরে থাকা ধান-চালসহ প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৩৪ ঘণ্টা, জুলাই ০৩, ২০১৯
এসবি/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad