ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ মাদকবিক্রেতা নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৬ ঘণ্টা, জুলাই ৩, ২০১৯
টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ মাদকবিক্রেতা নিহত

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফের উত্তর শীলখালি এলাকায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১৫) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সলিমুল্লাহ (৩৫) নামে এক মাদকবিক্রেতা নিহত হয়েছেন।

মঙ্গলবার (২ জুলাই) দিনগত রাতে এ ‘বন্দুকযুদ্ধ’ হয়। এ সময় র‌্যাবের দুই সদস্য আহত হয়েছেন বলে র‌্যাবের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

র‌্যাব-১৫ ব্যাটালিয়নের টেকনাফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মির্জা শাহেদ মাহাতাব জানান, মাদকবিক্রেতা সলিমুল্লাহ দুই লাখ ইয়াবা জব্দ মামলার পলাতক প্রধান আসামি। গোপন সংবাদের ভিত্তিতে দিনগত রাতে ওই এলাকায় অভিযান চালায় র‌্যাব। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে সলিমুল্লাহ। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন তিনি। এ সময় ঘটনাস্থল থেকে অস্ত্র-গুলি ও বিপুল পরিমাণ ইয়াবা জব্দ করা হয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯২৫ ঘণ্টা, জুলাই ০৩, ২০১৯
এসবি/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।