ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

জ্বলছে গাজীপুরের স্পিনিং মিলস, নিয়ন্ত্রণে ১৭ ইউনিট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১০ ঘণ্টা, জুলাই ৩, ২০১৯
জ্বলছে গাজীপুরের স্পিনিং মিলস, নিয়ন্ত্রণে ১৭ ইউনিট

গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার নয়নপুর এলাকায় অটো স্পিনিং মিলস লিমিটেড কারখানায় লাগা আগুন সাত ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট।

মঙ্গলবার (২ জুলাই) দুপুর সোয়া ২টার দিকে আগুন লাগে।  এ ঘটনায় রাসেল মিয়া (৪৫) নামে ওই কারখানার এক নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন।

রাসেল ময়মনসিংহের গফরগাঁও থানা এলাকার আলাল উদ্দিনের ছেলে।  

ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, নয়নপুর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে অটো স্পিনিং মিলস লিমিটেড কারখানায় আগুন লাগে। খবর পেয়ে প্রথমে শ্রীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে গাজীপুরসহ আশপাশের ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে চেষ্টা করছে। এ ঘটনায় রাসেল নামে ওই কারখানার এক নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। এছাড়া চারজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।  

শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাম প্রসাদ পাল বাংলানিউজকে জানান, পানি সংকট থাকায় স্পিনিং মিলের আগুন নেভাতে সময় লাগছে। তবে বিভিন্ন ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিটের কর্মীরা আগুন নেভাতে চেষ্টা করছে। এ ঘটনায় রাসেল নামে ওই কারাখানার এক নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। রাত সাড়ে ৯টা পর্যন্ত স্পিনিং মিলে আগুন জ্বলছে।  

বাংলাদেশ সময়: ২২০৭ ঘণ্টা, জুলাই ০২, ২০১৯
আরএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।