ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় আহত শিশুর মৃত্যু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০২ ঘণ্টা, জুলাই ৩, ২০১৯
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় আহত শিশুর মৃত্যু 

বাগেরহাট: বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় আহত ইয়ামিন (৩) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (২ জুলাই) বিকেলে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ইয়ামিন বাগেরহাট পৌরসভার ইলেকট্রিশিয়ান গোবরদিয়া গ্রামের মো. বেল্লালের ছেলে।

 

নিহতের পরিবার জানায়, মঙ্গলবার সকালে রোজ কিন্ডারগার্টেন থেকে রিকশায় করে মায়ের সঙ্গে বাড়ি ফিরছিল শিশু ইয়ামিন। এসময় শহরের ট্রাফিক মোড় এলাকায় পেছন থেকে একটি ট্রাক রিকশাটিকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় ইয়ামিন। স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে  উন্নত চিকিৎসার জন্য তাকে খুমেক হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে ইয়ামিনের মৃত্যু হয়।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহতাব উদ্দিন ঘটনার সত্যতা বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা,  জুলাই ০২, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।