bangla news

খাগড়াছড়িতে পাওয়ার টিলার-সেচ পাম্প বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৭-০২ ৬:৪২:৪২ পিএম
পাওয়ার টিলার ও সেচ পাম্প বিতরণকালে জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী। ছবি: বাংলানিউজ

পাওয়ার টিলার ও সেচ পাম্প বিতরণকালে জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী। ছবি: বাংলানিউজ

খাগড়াছড়ি: খাগড়াছড়িতে পার্বত্য জেলা পরিষদ উদ্যোগে কৃষক মাঠ স্কুলের সদস্যদের মধ্যে ১৮টি পাওয়ার টিলার ও ১৬টি সেচ পাম্প বিতরণ করা হয়েছে।
 

মঙ্গলবার (২ জুলাই) বেলা ১১টার দিকে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের হলরুমে পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী এসব বিতরণ করেন।
 
এ সময় আরো উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. নূরুজ্জামান, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য খগেশ্বর ত্রিপুরা, জুয়েল চাকমা, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শানে আলম, খাগড়াছড়ি সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) শামসুন্নাহার, খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মত্তুজ আলী, ইউএনডিপির (এসআইডি-সিএইচটি) ম্যানেজার প্রিয়তর চাকমা প্রমুখ।
 
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের (এসআইডি-সিআইটি, ইউএনডিপি) সহযোগিতায় স্ট্রেনদেনিং ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ই চিটাগাং হিল ট্রাক্টস (এসআইডি-সিএইচটি) র্শীষক প্রকল্পের আওতায় এসব বিতরণ করা হয়।
 
বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, জুলাই ০২, ২০১৯
এডি/আরআইএস/

ক্লিক করুন, আরো পড়ুন :   খাগড়াছড়ি
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-07-02 18:42:42