ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কাশিয়ানীতে নকল জুস ও চানাচুরের কারখানার সন্ধান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৫ ঘণ্টা, জুলাই ২, ২০১৯
কাশিয়ানীতে নকল জুস ও চানাচুরের কারখানার সন্ধান

গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া বাজার এলাকায় নকল জুস ও চানাচুরের কারখানা সন্ধান পাওয়া গেছে। দীর্ঘদিন ধরে আব্দুল্লাহ আইস কারখানার আড়ালে বিভিন্ন নামি-দামি কোম্পানির জুস ও চানাচুর তৈরি করে বাজারজাত করে আসছিলো।

মঙ্গলবার (২ জুলাই) দুপুরে কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এএসএম মাঈন উদ্দিন অভিযান চালিয়ে নকল জুস ও চানাচুর তৈরির মেশিন ও মালামাল জব্দ করেন।

অভিযানে ওই কারখানার দুই কর্মচারী এনামুল ফকির ও শফিকুল শেখকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৩ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া ভেজাল ওইসব জুস, জুস তৈরির কেমিক্যাল এবং ভেজাল চানাচুর নষ্ট করে দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঈন উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, উপজেলার বরাশুর গ্রামের বাসিন্দা মৃত চুন্নু মৃধার ছেলে আব্দুল্লাহ মৃধা ও হাবিবুল্লাহ মৃধা এ অবৈধ ব্যবসা করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনার সময় কারখানার মালিকেরা পালিয়ে যান।

কারখানার মালিকদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, জুলাই ০২, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।