ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কালীগঞ্জে ২ ফার্মেসিকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩০ ঘণ্টা, জুলাই ২, ২০১৯
কালীগঞ্জে ২ ফার্মেসিকে জরিমানা ভেজালবিরোধী অভিযান। ছবি: বাংলানিউজ

ঝিনাইদহ: মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বেশি দামে বিক্রির অপরাধে ঝিনাইদহের কালীগঞ্জের দুই ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। 

মঙ্গলবার (০২ জুলাই) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় এ অভিযান পরিচালনা করেন অধিদফতর ঝিনাইদহ কার্যালয়ের সহকারী পরিচালক সুচন্দন মণ্ডল।

এসময় ঝিনাইদহ ক্যাবের সভাপতি আমিনুর রহমান টুকুসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

সহকারী পরিচালক সুচন্দন মণ্ডল বাংলানিউজকে জানান, ওষুধের দাম বেশি রাখায় মেসার্স শেখ ফার্মেসিকে ১৫ হাজার ও মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ এবং ড্রাগ লাইসেন্স নবায়ন না থাকার অপরাধে কেএম ফার্মেসিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, জুলাই ০২, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।