ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে নাগরিক ঐক্যের মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৪ ঘণ্টা, জুলাই ২, ২০১৯
গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে নাগরিক ঐক্যের মানববন্ধন মানববন্ধনে বক্তব্য রাখছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। ছবি: শাকিল আহমেদ

ঢাকা: গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে রাজধানীতে মানববন্ধন ও সমাবেশ করেছে নাগরিক সংগঠন ‘নাগরিক ঐক্য’।

মঙ্গলবার (২ জুলাই) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, গত একবছর ধরে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) বিভিন্ন রাজনৈতিক দল ও বিভিন্ন অংশীজনের সঙ্গে আলাপ আলোচনা করেছে, সেখানে কেউই গ্যাসের দাম বাড়ানোর কথা বলেননি।

তিনি আরও বলেন, যারা গ্যাস বিতরণের সঙ্গে জড়িত একটি কোম্পানি ছাড়া সবগুলো লাভজনক অবস্থানে রয়েছে। তাহলে গ্যাসের দাম বাড়ানো হলো কেন? বিইআরসির পক্ষ থেকে বলা হচ্ছে এলএনজি আমদানি করা হবে এবং এলএনজি খাতে ভর্তুকির জন্য গ্যাসের দাম বাড়ানো হয়েছে। আমি গ্যাসের দাম বাড়ানোর তীব্র প্রতিবাদ জানাই। একইসঙ্গে আগামী ৭ জুলাই (রোববার) আমাদের বামপন্থী বন্ধুরা গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে হরতাল ডেকেছে। আমরা এই হরতালের পূর্ণ সমর্থন ও সবার অংশগ্রহণ করার উদাত্ত আহ্বান জানাই।

সমাবেশে অন্যান্য বক্তারাও গ্যাসের দাম বাড়ানো তীব্র প্রতিবাদ জানান।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, জুলাই ০২, ২০১৯
আরকেআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।