ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বিশ্ববিদ্যালয় ছাত্র জিসান হত্যার বিচার দাবিতে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৮ ঘণ্টা, জুলাই ২, ২০১৯
বিশ্ববিদ্যালয় ছাত্র জিসান হত্যার বিচার দাবিতে মানববন্ধন মানববন্ধন, ছবি: বাংলানিউজ

গাজীপুর: ইউরোপিয়ান ইউনিভার্সিটির ছাত্র ইসমাইল হোসেন জিসান হত্যার বিচার দাবিতে গাজীপুরে মানববন্ধন করেছেন এলাকাবাসী ও বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (০২ জুলাই) বেলা ১১টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের বোর্ডবাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে নিহতের স্বজনরাসহ কলমেশ্বর আদর্শ বিদ্যালয়, খন্দকার রজব আলী বিদ্যানিকেতন, গাজীপুর প্রেসিডেন্সি কলেজসহ বেশ কয়েকটি স্কুল-কলেজের প্রায় ৫ শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে থেকে জিসান হত্যার ঘটনায় গ্রেফতার হওয়া আসামিসহ অন্যান্য আসামিদের গ্রেফতার করে আদালতের মাধ্যমে শাস্তির দাবি জানান।

গত ১২ মে জিসান নিখোঁজ হয় ইউরোপিয়ান ইউনিভার্সিটির ছাত্র ইসমাইল হোসেন জিসান। এরপর ২৩ মে সিটি করপোরেশনের কামারজুরি এলাকার একটি বাড়ির সেফটি ট্যাঙ্ক থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত চারজনকে গ্রেফতার করা হয়।

বাংলাদেশ সময়: ১২০৮ ঘণ্টা, জুলাই ০২, ২০১৯
আরএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ