ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বেতন-ভাতার দাবিতে পৌর কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৯ ঘণ্টা, জুলাই ২, ২০১৯
বেতন-ভাতার দাবিতে পৌর কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

কু‌ড়িগ্রাম: সরকারি কোষাগার থেকে শতভাগ বেতন-ভাতা দেওয়াসহ পেনশন প্রথা চালুর দাবিতে কুড়িগ্রাম, উলিপুর ও নাগেশ্বরী পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীরা র‌্যালি ও মানববন্ধন করেছে।

মঙ্গলবার (২ জুলাই) সকাল ১১টার দিকে কুড়িগ্রাম পৌরসভা থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহর প্রদক্ষিণ করে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে কুড়িগ্রাম-চিলমারী সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন করে।

 

মানববন্ধনে বক্তব্য রাখন- কুড়িগ্রাম পৌরসভার সচিব এসএম রেজাউল করিম, নির্বাহী প্রকৌশলী কামাল আহমেদ, পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের জেলা সভাপতি হাফিজুর রহমান বুলু, কাউন্সিলর রোস্তম আলী তোতা, উলিপুর পৌর শাখার সভাপতি গোলাম মোস্তফা, নাগেশ্বরী পৌর শাখার সভাপতি আলী হাসন প্রমুখ।  

বাংলাদশ পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির আহ্বানে কুড়িগ্রাম জেলা পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশন এ কর্মসূচির আয়াজন করে।

বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, জুলাই ০২, ২০১৯ 
এফইএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।