ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পাবনায় জোড়া লাগানো শিশুর জন্ম 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৭ ঘণ্টা, জুলাই ২, ২০১৯
পাবনায় জোড়া লাগানো শিশুর জন্ম  জোড়া লাগানো শিশু। ছবি: বাংলানিউজ

পাবনা: পাবনার সুজানগর উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের কাদুয়া গ্রামের ফিরোজ শেখের স্ত্রী সনিয়া খাতুন জোড়া লাগানো শিশুর জন্ম দিয়েছেন। 

রোববার (৩০ জুন) সদর হাসপাতাল রোডের উত্তর শালগাড়িয়া এলাকায় অবস্থিত বেসরকারি যমুনা ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে এ নবজাতকের জন্ম হয়।  

ওই ক্লিনিকের চিকিৎসক  ডা. ইসমতারা জানান, বাচ্চা দু’টির পেট জোড়া লাগানো থাকায় উন্নত চিকিৎসার জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

শিশু দু’টিকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। এর আগেও এ ধরনের শিশুর জন্ম হয়েছে এ হাসপাতালে। তবে এ ধরনের বেশিরভাগ শিশু বেঁচে থাকে না। হাসপাতাল কর্তৃপক্ষ এবং চিকিৎসকরা শিশু দু’টির সব ধরনের চিকিৎসাসেবা দিচ্ছে।

ফিরোজ শেখের ভাই আলমগীর হোসেন বলেন, দরিদ্র পরিবারের লোক আমরা, আমার ভাই একজন কৃষক। আমরা বাচ্চা দু’টিকে নিয়ে খুবই দুশ্চিন্তার মধ্যে আছি। সরকারি হাসপাতালে চিকিৎসকরা শিশু দু’টিকে চিকিৎসা দিচ্ছেন। কি করবো ভেবে পাচ্ছি না।  

এ ব্যাপারে সরকার ও সমাজের বৃত্তশীলদের সহযোগিতা কামনা করেছেন অসহায় পরিবারটি।  

এদিকে জোড়া লাগানো শিশু দু’টিকে দেখার জন্য সাধারণ  মানুষ হাসপাতালের শিশু ওয়ার্ডে ভিড় করছেন।

বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, জুলাই ০১, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ