ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শাহীনের ওপর হামলাকারীদের বিচার দাবিতে যশোরে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৮ ঘণ্টা, জুলাই ১, ২০১৯
শাহীনের ওপর হামলাকারীদের বিচার দাবিতে যশোরে মানববন্ধন মানববন্ধন, ছবি: বাংলানিউজ

যশোর: কর্মজীবী কিশোর শাহীনের মাথা ফাটিয়ে ভ্যান ছিনিয়ে নেওয়ার ঘটনায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে যশোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

‘প্রতিবাদ নয়, প্রতিকার চাই’ স্লোগানকে সামনে সোমবার (১ জুলাই) দুপুরে প্রেসক্লাব যশোরের সামনে মুজিব সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ছাত্র ফেডারেশন, জেলা শাখা এ মানববন্ধনের আয়োজন করে।

বক্তারা বলেন, প্রতিটি দিনই শাহীনের মতো বর্বর হামলার ঘটনা ঘটছে, কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তির নজির স্থাপন হচ্ছে না বলেই অপরাধ বেড়েই চলেছে। কিশোর শাহীন দু’দিন ধরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্রে) জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে। এ ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নজর থাকা সত্ত্বেও এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। অবিলম্বে দোষীদের গ্রেফতার করে বিচারের দাবি জানান তারা।

এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন- যশোর জেলা ছাত্র ফেডারেশনের সভাপতি শেখ সাদিয়া মৌরিন, সাধারণ সম্পাদক আকরামুল ইসলাম, সহ-সভাপতি শেখ আবদুল্লাহ, হাসিবুল হাসান বিপ্লব, সহ-সম্পাদক হাবিব হাসান, সদস্য আহসান মুন্তাসির।

এছাড়া পৌর শাখার নেতা সাংগঠনিক রিয়াল, সাকিব, উসমান গনি, জহুরুল হক জয়সহ সরকারি এমএম কলেজ, সরকারি পলিটেকনিক কলেজ এবং বিভিন্ন উপজেলার নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, জুলাই ০১, ২০১৯
ইউজি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।