ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রুমায় নিখোঁজ নৌ কর্মকর্তা আসিফের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৮ ঘণ্টা, জুলাই ১, ২০১৯
রুমায় নিখোঁজ নৌ কর্মকর্তা আসিফের মরদেহ উদ্ধার

বান্দরবান: বান্দরবানের রুমায় তিনাপ সাইতার ঝরনায় গোসল করতে গিয়ে নিখোঁজ দুই পর্যটকের মধ্যে বাংলাদেশ নৌ বাহিনীর সেকেন্ড লেফটেন্যান্ট মো. আসিফের (২৩) মরদেহ উদ্ধার করা হয়েছে। 

সোমবার (০১ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে রুমা উপজেলার দুর্গম পাইন্দু খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।  

তবে দুপুর দুইটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ঢাকার গ্রিন হার্ট আর্ট কলেজের ছাত্রী জান্নাতের (১৮) মরদেহের সন্ধান পাওয়া যায়নি।

 

স্থানীয়রা জানান, শনিবার বিকেলে ৬ জনের একটি পর্যটক দল রোযাংছড়ি উপজেলা হয়ে রুমার তিনাপ সাইতারে ঝরনার পানিতে গোসল করতে নামেন। তখন পা পিছলে গভীর খাদে পড়ে যান কয়েকজন। এসময় অন্যরা সাঁতরিয়ে উঠতে পারলেও দুই পর্যটক নিখোঁজ হন। সোমবার সকাল থেকে চট্টগ্রাম থেকে ৫ জন ডুবুরি উদ্ধার কাজ পরিচালনা করছিলেন।  

রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাসেম চৌধুরী বাংলানউজকে জানান, নিখোঁজ হওয়া দুই জনের মধ্যে একজনের মরদেহ উদ্ধারের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। স্থানীয়দের সহায়তায় পুলিশ ও ডুবুরি দল অভিযান পরিচালনা করছেন।  

বাংলাদেশ সময়: ১৪৫১ ঘণ্টা, জুলাই ০১, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।