ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নড়াইল পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৪ ঘণ্টা, জুলাই ১, ২০১৯
নড়াইল পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচি কর্মবিরতি-অবস্থান কর্মসূচিতে নড়াইল পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীরা। ছবি: বাংলানিউজ

নড়াইল: নড়াইলে পৌরসভায় রাষ্ট্রীয় কোষাগার থেকে জনপ্রতিনিধিদের সম্মানী ভাতাসহ পৌরসভায় কর্মকর্তা-কর্মচারীদের শত ভাগ বেতন ভাতা ও পেনশন সুবিধার দাবিতে কর্মবিরতি এবং অবস্থান কর্মসূচি পালন করছেন পৌরসভার কর্মকর্তা কর্মচারীরা।

সোমবার (১ জুলাই)  সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পৌরসভা কার্যালয়ের সামনে দিনব্যাপী এ কর্মসূচি শুরু করেন তারা।  

কর্মসূচিতে বক্তব্য রাখেন নড়াইল জেলা পৌরসভার সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. সাইফুজ্জামান, পৌরসভার নির্বাহী প্রকৌশল গোলাম মোহম্মদ, স্যানেটারি পরিদর্শক  সুজন ঘোষ প্রমুখ।

এ কর্মসূচিতে একাত্মতা ঘোষণা করে বক্তব্য রাখেন প্যানেল মেয়র  মো. রেজাউল বিশ্বাস।

পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের দাবি বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার  হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।

বাংলাদেশ সময়: ১২৫৩ ঘণ্টা, জুলাই ০১, ২০১৯
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।