ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রামপালে লাহু হত্যা মামলার ২ আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, জুলাই ১, ২০১৯
রামপালে লাহু হত্যা মামলার ২ আসামি গ্রেফতার

বাগেরহাট: বাগেরহাটের রামপাল উপজেলায় লাহু শেখ নামে এক যুবককে কুপিয়ে হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১ জুলাই) ভোরে রামপাল থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।  

গ্রেফতার দু’জন হলেন- রামপাল উপজেলার ঝনঝনিয়া গ্রামের ফরিদ শেখের ছেলে লিপন শেখ (২৫) এবং ভাগা গ্রামের দাউদ মোল্লার ছেলে রবি মোল্লা (২৭)।

এর আগে, শনিবার (২৯ জুন) রাত ১২টার দিকে রামপাল উপজেলার পূর্বভাগা গ্রামের নিজ বাড়িতে দুর্বৃত্তরা লাহুকে কুপিয়ে গুরুত্বর আহত করে। পরে তাকে দ্রুত উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রোববার (৩০ জুন) সকালে তার মৃত্যু হয়। এ ঘটনায় রাতেই লাহুর বাবা মহসীন শেখ বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে রামপাল সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান বাংলানিউজকে বলেন, নিহত লাহুর বাবার দায়ের করা হত্যা মামলার আসামিদের মধ্যে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে। অন্য আসামিকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
 
বাংলাদেশ সময়: ১১৫৮ ঘণ্টা, জুলাই ০১, ২০১৯
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।