ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ব‌রিশা‌লে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৫ ঘণ্টা, জুলাই ১, ২০১৯
ব‌রিশা‌লে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন

বরিশাল: বরিশালে মাদক মামলায় জাহিদ সিকদার নামের এক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

জাহিদ সিকদার বাকেরগঞ্জ চরাদী গ্রামের মৃত মোহাম্মদ আলী সিকদারের ছেলে।

রোববার (৩০ জুন) জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক কেএম শহীদ আহম্মেদ এ দণ্ড দেন।

 

আদালত সূত্রে জানা যায়, ২০১৩ সালের ৩ ডিসেম্বর দপদপিয়া সেতুর টোল ঘর সংলগ্ন চেকপোস্ট বসায় মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা করলে ৭১ বোতল ফে‌নসিডিলসহ জাহিদকে আটক করে ডিবি পুলিশের সদস্যরা।

এ ঘটনায় ওই দিনই ডিবির উপ-পদির্শক (এসআই) শাখাওয়াত হোসেন বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করে।  এরপর ২০১৪ সালের ১১ জানুয়ারি আদালতে চার্জশিট জমা দেয় ডিবির পরিদর্শক আবুল কালাম আজাদ।

মামলায় ১৫ জনের মধ্যে ১৪ জনের সাক্ষ্য শেষে বিচারক এ রায় দেন।

বাংলা‌দেশ সময়: ২১৫০ ঘণ্টা, জুন ৩০, ২০১৯
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।