ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মুন্সিগঞ্জ পাসপোর্ট অফিসে রোহিঙ্গা নারী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫২ ঘণ্টা, জুলাই ১, ২০১৯
মুন্সিগঞ্জ পাসপোর্ট অফিসে রোহিঙ্গা নারী আটক

মুন্সিগঞ্জ: নামপরিচয় বদলে মুন্সিগঞ্জের আঞ্চলিক পাসপোর্ট অফিসে পাসপোর্ট করতে ধরা পড়লেন বিবিজা (১৮) নামে এক রোহিঙ্গা নারী। তিনি কক্সবাজারের টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পের বলে পুলিশ জানিয়েছে। 

রোববার (৩০ জুন) পাসপোর্ট করার জন্য ভুয়া কাগজপত্র নিয়ে এলে যাচাই-বাছাই করার পর তাকে চিহ্নিত করা হয়।

পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক হালিমা খাতুন বাংলানিউজকে জানান, পাসপোর্ট আবেদনপত্রে নাম উল্লেখ করা হয়েছে রুমা বেগম, জন্ম সাল ১৯৯৬, বাবা আসাদ ও স্থায়ী নিবাস ঢাকার ফরিদাবাদ।

মুন্সীগঞ্জ সদর উপজেলার পারুল পাড়ায় থাকেন। যাচাই-বাছাইয়ের জন্য ওই নারী সঙ্গে কথা বলে সন্দেহ হয়। পরে দেখা যায় তার কাগজপত্র ভুয়া। এজন্য পুলিশের কাছে তাকে সোপর্দ করা হয়।

মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, জিজ্ঞাসাবাদে জানা যায় তিনি কক্সবাজারের টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে থাকেন। তার নাম বিবিজা (১৮), বাবা তৈয়ুব তাহের। পাসপোর্ট করে দেওয়ার কথা বলে কামরুল নামে এক ব্যক্তি তাকে নিয়ে আসেন।  

ওসি জানান, কামরুলকে খোঁজা হচ্ছে এবং ওই রোহিঙ্গা নারী সদর থানা পুলিশের হেফাজতে রয়েছে।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, জুন ৩০, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ