ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মোহাম্মদপুরে নিজের গায়ে আগুন, গৃহবধূর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২১ ঘণ্টা, জুলাই ১, ২০১৯
মোহাম্মদপুরে নিজের গায়ে আগুন, গৃহবধূর মৃত্যু

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে পারিবারিক কলহের জেরে নিজের গায়ে নিজে আগুন দেওয়া গৃহবধূ শরবরি (২১) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

রোববার (৩০ জুন) রাত ৮টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের ছোট ভাই তানভীর জানায়, তারা মোহাম্মদপুর হুমায়ুন রোডের জেনেভা ক্যাম্প থাকে।

গৃহকর্মী কাজ করে তার বোন শরবরি। পারিবারিক কলহের জেরে স্বামী করিমের সঙ্গে মনোমালিন্য করে বিকেল তিনটার দিকে বাসাতেই নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন দেয় সে। বাসার লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, শরবির শরীরের ৮৫ শতাংশ দগ্ধ হয়েছিলো।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, জুন ৩০, ২০১৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ