ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শিয়াল মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৮ ঘণ্টা, জুন ৩০, ২০১৯
শিয়াল মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

নেত্রকোণা: নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় মুরগির ফার্মে বিদ্যুতের লাইন দিয়ে রাখা শিয়াল মারার ফাঁদে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সেঁজুতি রাজভর (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (৩০ জুন) সকালে উপজেলার বেখৈরহাটি বাজারে মুখলেছুর রহমানের মুরগির ফার্মে এ ঘটনা ঘটে।

সেঁজুতি ময়মনসিংহের গফরগাঁওয়ের বাসিন্দা মনি রাজভরের মেয়ে।

সে গত কয়েকমাস ধরে কেন্দুয়ার দইলা গ্রামের নানির বাড়িতে অবস্থান করছিলো।

নেত্রকোণার সিনিয়র সহকারী পুলিশ সুপার (কেন্দুয়া সার্কেল) মোহাম্মদ মাহমুদুল হাসান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ফার্মের মালিক মুখলেছুর রহমান শিয়ালের হাত থেকে মুরগি বাঁচাতে ফার্মের কাঁটাতারে বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখেন। সকালে সেঁজুতি না বুঝে ওই কাঁটাতার ধরে ফেললে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
মরদেহ উদ্ধার করে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।  

শিশুর মৃত্যুর খবর পেয়ে ফার্মের মালিক মুখলেছুর আত্মগোপন করেছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, জুন ৩০, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।