ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

না’গঞ্জের সেই দুই শিক্ষকের ফাঁসির দাবিতে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৮ ঘণ্টা, জুন ৩০, ২০১৯
না’গঞ্জের সেই দুই শিক্ষকের ফাঁসির দাবিতে মানববন্ধন দুই শিক্ষকের বিচারের দাবিতে মানববন্ধন করেছে ১৩টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। ছবি: বাংলানিউজ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিজমিজি কান্দাপাড়া এলাকার অক্সফোর্ড হাই স্কুলের ২০-এরও অধিক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার দু’শিক্ষকের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে ১৩টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

রোববার (৩০ জুন) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক বাসস্ট্যান্ড এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থীসহ এলাকাবাসী অংশ নেয়।

অভিযুক্ত দু’শিক্ষককে গ্রেফতার করে আইনের আওতায় আনায় প্রশাসনকে ধন্যবাদ জানানো হয় মানববন্ধন থেকে। পাশাপাশি তাদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি করা হয়।

মানববন্ধনে অংশ নেওয়া এক ব্যক্তি বলেন, ভবিষ্যতে আর কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে যেন এ ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। তাই অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

মানববন্ধনে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মেহেদী ইমরান সিদ্দিকী, সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর শাহীন শাহ পারভেজসহ অন্যরা।

অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী ইমরান সিদ্দিকী এক প্রশ্নের জবাবে বলেন, ইতোমধ্যে আমরা অভিযুক্ত দু’শিক্ষককে গ্রেফতার করেছি। তাদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দু’টি মামলা হয়েছে তাদের বিরুদ্ধে। যদি ব্ল্যাকমেইলিংয়ের শিকার আরও কোনো শিক্ষার্থীর অভিভাবক মামলা করতে চায় আমরা তাদের মামলা নেবো।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া, নাসিক ২নং ওয়ার্ডের কাউন্সিলর ইকবাল হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আমিনুল হক ভূঁইয়া রাজু, মিজমিজি পশ্চিমপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান, এন আলম মেরিট কেয়ার স্কুলের প্রধান শিক্ষক নুরুল আলম, আনন্দলোক উচ্চ বিদ্যালয়ের সভাপতি আব্দুর রহিম মেম্বার, যুবলীগ নেতা হাজী মো. সুমন কাজী, যুবলীগ নেতা মাজেদুল ইসলাম মনিসহ স্থানীয় আরও অনেকে।

সিদ্ধিরগঞ্জের মিজমিজি কান্দাপাড়া এলাকার অক্সফোর্ড হাই স্কুলের সহকারী শিক্ষক আশরাফুল আরিফ আপত্তিকর ছবি তুলে ২০-এরও অধিক ছাত্রীকে ব্লাকমেইল করে ধর্ষণ করে। এ কাজে তাকে সহায়তা করেন একই স্কুলের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম জুলফিকার। এ অভিযোগে এলাকাবাসী তাদের আটকের পর মারধর করে।

পরে বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে র‌্যাব-১১ ও পুলিশ অভিযান চালিয়ে সহকারী শিক্ষক আশরাফুল আরিফ ও প্রধান শিক্ষক রফিকুল ইসলামকে গ্রেফতার করে। শুক্রবার (২৮) জুন ধর্ষণের ঘটনায় সহকারী শিক্ষক আশরাফুল আরিফ ও মদদদাতা প্রধান শিক্ষক রফিকুল ইসলাম জুলফিকারের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় পৃথক দু’টি মামলা হয়। অভিযুক্ত শিক্ষক আশরাফুল আরিফের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন ধর্ষণের শিকার এক ছাত্রীর বাবা। ডিজিটাল নিরাপত্তা আইনে অপর মামলাটি করেন র‌্যাব-১১ এর ডিএডি আব্দুল আজিজ ।

বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, জুন ৩০, ২০১৯
এইচএডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।