ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

তিনাপ সাইতারে ২ পর্যটক নিখোঁজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১০ ঘণ্টা, জুন ৩০, ২০১৯
তিনাপ সাইতারে ২ পর্যটক নিখোঁজ

বান্দরবান: বান্দরবানের রুমা উপজেলার তিনাপ সাইতার ঝরনায় গোসল করতে গিয়ে নৌবাহিনীর সেকেন্ড লেফটেন্যান্টসহ দুই পর্যটক নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। 

শনিবার (২৯ জুন) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটলেও দুর্গম এলাকা হওয়ায় রোববার (৩০ জুন) দুপুর ১২টার দিকে এ খবর জানতে পারে প্রশাসন।  

নিখোঁজ ব্যক্তিরা হলেন- বাংলাদেশ নৌ বাহিনীর সেকেন্ড লেফটেন্যান্ট মো. আসিফ (২৩) ও ঢাকার গ্রিন হার্ট আর্ট কলেজের ছাত্রী জান্নাত (১৮)।



স্থানীয়রা জানান, শনিবার বিকেলে ছয়জন পর্যটক ঝরনার পানিতে গোসল করতে নামে। এরপর পা পিছলে ওই দুই যুবক গভীর খাদে পড়ে যায়। এসময় অন্যরা উঠে আসতে পারলেও দুই পর্যটক নিখোঁজ হয়।  

রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাসেম চৌধুরী বাংলানিউজকে জানান, নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে স্থানীয়দের সহায়তায় পুলিশ অভিযানে নেমেছে। দুপুর ২টা পর্যন্ত তাদের খোঁজ মেলেনি।  

বাংলাদেশ সময়: ১৪০৯ ঘণ্টা, জুন ৩০, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।