ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বাগেরহাটে যুবককে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৩ ঘণ্টা, জুন ৩০, ২০১৯
বাগেরহাটে যুবককে কুপিয়ে হত্যা

বাগেরহাট: পূর্ব শত্রুতার জের ধরে বাগেরহাটের রামপালে লাহু শেখ (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

রোববার (৩০ জুন) বেলা ১১টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। লাহু শেখ ভাগা গ্রামের মহসীন শেখের ছেলে।

শনিবার (২৯ জুন) রাত ১২টার দিকে উপজেলার পূর্ব ভাগা গ্রামের নিজ বাড়িতে দুর্বৃত্তদের কোপে আহত হন লাহু।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান বাংলানিউজকে বলেন, শনিবার রাতে লাহুর মা রুমানা বেগম গোঙ্গানির শব্দ শুনে ঘুম থেকে জেগে উঠে লাহুর গলায় কোপের চিহ্ন ও পাশে একটি বটি দেখতে পেয়ে চিৎকার দেন। তখন স্থানীয় লোকজন ছুটে গিয়ে লাহুকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রোববার বেলা ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

জমি-জমা সংক্রান্ত বিরোধের কারণে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। জড়িতদের সনাক্ত করতে অভিযান চালাচ্ছে পুলিশ। নিহতের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, জুন ৩০, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।