ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গ্রিন রোডে ভবনের নিচতলায় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, জুন ৩০, ২০১৯
গ্রিন রোডে ভবনের নিচতলায় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক গ্রিন রোড

ঢাকা: রাজধানীর গ্রিন রোডে একটি ভবনের নিচতলায় বিস্ফোরণের পর আগুন ধরে চার জন দগ্ধ হয়েছেন।

রোববার (৩০ জুন) সকাল ১০টার দিকে ওই ভবনে ডেকোরেশনের কাজ করার সময় এ বিস্ফোরণ ঘটে।

দগ্ধ চার জন হলেন- ফয়েজ (২৩), রাসেল শেখ (৩০), আবদুল লতিফ রফিক (২০) ও সুজন (১৮)।

তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করেছেন স্থানীয়রা।

আহত ব্যক্তিরা জানান, তারা আরটেক্স নামে একটি প্রতিষ্ঠানে কাজ করেন। গ্রিন রোডের ওই ভবনের নিচতলায় রুম ডেকোরেশনের কাজ করার সময় বিস্ফোরণে হঠাৎ আগুন লেগে যায়। পরে ওই ভবন ও আশেপাশের লোকজন তাদের উদ্ধার করে হসপাতালে নিয়ে আসে।

তাদের ধারণা, রুমের ভেতরে থাকা এসি বিস্ফোরণে অগ্নিকাণ্ড ঘটতে পারে।

ঢামেক পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, চারজনেরই শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে। এখন তাদের চিকিৎসা চলছে।

কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন আরাফাত বাংলানিউজকে বলেন, গ্রিন রোডে একটি ঘটনা ঘটেছে বলে শুনেছি। কী ঘটেছে তা জানার জন্য টিমও পাঠিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় চারজন দগ্ধ আছে বলে জানতে পেরেছি।

বাংলাদেশ সময়: ১১৩৪ ঘণ্টা, জুন ৩০, ২০১৯
এজেডএস/এইচএডি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।