ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ক্রেতা সেজে মাদক বিক্রেতা ধরলেন কর্মকর্তারা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩২ ঘণ্টা, জুন ৩০, ২০১৯
ক্রেতা সেজে মাদক বিক্রেতা ধরলেন কর্মকর্তারা আটক মাদক বিক্রেতা ওবায়দুল, ছবি: বাংলানিউজ

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় ক্রেতা সেজে ৪৫০ পিস ইয়াবাসহ ওবায়দুল মিয়া (৫০) নামে এক বিক্রেতাকে আটক করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তা-কর্মচারীরা।


 

শনিবার (২৯ জুন) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে জেলা শহরের কাউতলী উত্তরপাড়ার একটি ভাড়া বাসা থেকে তাকে আটক করা হয়।  তিনি জেলার বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের ফকিরহাটির মৃত সুরুজ মিয়ার ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ব্রাহ্মণবাড়িয়া সার্কেলের পরিদর্শক মো. শরিফুল ইসলামবাংলানিউজকে বলেন, প্রথমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা ক্রেতা সেজে ৫০ পিস ইয়াবা কিনেন ওবায়দুলের কাছ থেকে। পরে তাকে অনুসরণ করে জেলা শহরের উত্তর কলেজপাড়ায় তার ভাড়া বাসা মৃত আব্দুল কাদেরের বাড়ির ৩য় তলার ফ্ল্যাটে অভিযান চালানো হয়। অভিযানে তল্লাশি করে ৪৫০ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়।

এ ঘটনায় তার বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ০৩০৬ ঘণ্টা, জুন ৩০, ২০১৯
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।