ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রংপুরে বিদেশি মদসহ নারী আটক

বেরোবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৬ ঘণ্টা, জুন ২৯, ২০১৯
রংপুরে বিদেশি মদসহ নারী আটক

রংপুর: রংপুরে ১৪ লাখ ৫২ হাজার টাকার বিদেশি মদ ও বিয়ারসহ রেশমা বেগম নামে এক মাদকবিক্রেতাকে আটক করেছে মেট্রোপলিটন পুলিশ।

শনিবার (২৯ জুন) সকালে নগরীর জুম্মাপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে এসব উদ্ধার করা হয়। আটক রেশমা নগরীর ধাপ সাতগড়া এলাকার রবিউল ইসলামের।

বিষয়টি রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

ওসি জানান, রেশমার বাড়ি ধাপ সাতগড়ায় হলেও নগরীর জুম্মাপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করে মাদক ব্যবসায় জড়িত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত তিনটার দিকে তার ভাড়া বাসায় অভিযান শুরু করে শনিবার সকাল আটটার দিকে অভিযানের সমাপ্তি ঘোষণা করা হয়। এসময় প্রায় চৌদ্দ লাখ বায়ান্ন হাজার টাকার বিদেশি মদ, বিয়ারসহ বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করা হয় এবং রেশমা বেগমকে আটক করা হয়।

তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানান মেট্রোপলিটন পুলিশের এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা, জুন ২৯, ২০১৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।