ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রিফাত হত্যা: বিচার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৫ ঘণ্টা, জুন ২৯, ২০১৯
রিফাত হত্যা: বিচার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন মানববন্ধন। ছবি: বাংলানিউজ

বরগুনা: রিফাত শরীফের নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সব আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বরগুনার সর্বস্তরের জনগণ।

শনিবার (২৯ জুন) সকাল ১০টায় বরগুনা প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে শ্রমিক, কৃষক, চাকরিজীবী, রাজনৈতিক, ব্যবসায়ীসহ হাজারো মানুষ অংশ নেয়।

মানববন্ধন চলাকালে সাধারণ মানুষ হত্যাকারী ও মাদক মামলার আসামি নয়ন ও তার সহযোগীদের ফাঁসির দাবি জানান।

বরগুনা পুলিশ সুপার (এসপি) মারুফ হোসেন জানান, আলোচিত রিফাত হত্যা মামলায় তিন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। বাকিদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

বুধবার (২৬ জুন) সকাল সাড়ে ১০টার দিকে বরগুনা সরকারি কলেজের সামনে সন্ত্রাসীরা প্রকাশ্যে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে রিফাতকে। পরে বিকেলে চিকিৎসাধীন অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে মারা যান।

বাংলাদেশ সময়: ১২০৮ ঘণ্টা, জুন ২৯, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।