ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মুকছুদপুরে বাসচাপায় মা-ছেলে নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৫ ঘণ্টা, জুন ২৯, ২০১৯
মুকছুদপুরে বাসচাপায় মা-ছেলে নিহত দুর্ঘটনার পর মহাসড়ক অবরোধ। ছবি: বাংলানিউজ

গোপালগঞ্জ: গোপালগঞ্জের মুকছুদপুর উপজেলায় বাসের চাপায় মা ও ছেলে নিহত হয়েছেন। 

শনিবার (২৯ জুন) সকাল ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার গেঁড়াখোলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
 
নিহতরা হলেন-মুকসুদপুর উপজেলার ঢাকপাড় গ্রামের সালিনা বক্স উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এরশাদ খানের স্ত্রী শাওন বেগম (৩৪) ও তার ছেলে সাকিব খান (৮)।

 

এ ঘটনার প্রতিবাদে স্থানীয় বিক্ষুব্ধ জনতা প্রায় দুই ঘণ্টা ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে রাখে। পরে প্রশাসনের অনুরোধে অবরোধ তুলে নেয় জনতা।

ফরিদপুরের ভাংগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, রাস্তা পারাপারের সময় ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সেন্টমার্টিন পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মা ও ছেলের মৃত্যু হয়।  

তিনি আরো জানিয়েছেন, ঘাতক বাস ও চালককে আটক করেছে পুলিশ। পরে সকাল ১০টার দিকে প্রশাসনের অনুরোধে স্থানীয় জনতা অবরোধ তুলে নিলে সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়েছে। মা ও ছেলের মরদেহ স্বজনদের কাছে বুঝে দেয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১১২২ ঘণ্টা, জুন ২৯, ২০১৯/আপডেট: ১২৫৭ ঘণ্টা
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।