ঢাকা, বৃহস্পতিবার, ১ কার্তিক ১৪৩২, ১৬ অক্টোবর ২০২৫, ২৩ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

পাটুরিয়া-দৌলতদিয়ায় পারের অপেক্ষায় গাড়ির দীর্ঘ লাইন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩০, জুন ২৯, ২০১৯
পাটুরিয়া-দৌলতদিয়ায় পারের অপেক্ষায় গাড়ির দীর্ঘ লাইন পারাপারের অপেক্ষায় থাকা যানবাহন। ছবি: বাংলানিউজ

মানিকগঞ্জ: দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলায় যাতায়াতের নৌ-রুট পাটুরিয়া-দৌলতদিয়া পারাপারের অপেক্ষায় রয়েছে যাত্রীবাহী পরিবহন ও পণ্যবোঝাই ট্রাকসহ পাঁচ শতাধিক যানবাহন। ভোর থেকেই ঘাট এলাকায় ফেরি পারাপারের বাড়তি যানবাহনের চাপ পড়েছে।

শনিবার (২৯ জুন) সকাল ১০টায় ফেরিঘাট এলাকার গাড়ির বাড়তি চাপের তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) কর্তৃপক্ষ।  

বিআইডব্লিউটিসি পাটুরিয়া ঘাট শাখার বাণিজ্য বিভাগের এজিএম জিল্লুর রহমান যানবাহনের বাড়তি চাপের সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, ভোর থেকেই পাটুরিয়া ফেরিঘাটে যানবাহনের বাড়তি চাপ পড়েছে।

ফেরি পারাপারের জন্য চার শতাধিক পণ্যবোঝাই ট্রাক ও এক শতাধিক যাত্রীবাহী পরিবহন পারাপারের অপেক্ষায় রয়েছে। পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ১৫টি ফেরি যানবাহন পারাপারের কাজে নিয়োজিত রয়েছে। দুপুরের পর থেকে যানবাহনের চাপ কমতে পারে বলে জানিয়েছেন এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১০২৫ ঘণ্টা, জুন ২৯, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।