ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বাল্যবিয়ের আয়োজন করায় সিরাজগঞ্জে দুইজনের জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫০ ঘণ্টা, জুন ২৯, ২০১৯
বাল্যবিয়ের আয়োজন করায় সিরাজগঞ্জে দুইজনের জরিমানা বাল্যবিয়ের আয়োজন বন্ধ করে দেয় প্রশাসন । ছবি: বাংলানিউজ

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে বাল্যবিয়ের আয়োজন করায় বর ও কনের বাবাকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অনাদায়ে একমাসের বিনাশ্রম করাদণ্ড ভোগ করতে হবে তাদের।

শুক্রবার (২৮ জুন) সন্ধ্যায় সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান এ দণ্ড দেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে পৌর এলাকার চককোবদাসে মো. আছেদ আলীর বাড়িতে অভিযান চালানো হয়।

এ সময় তার মেয়ে আঁখি খাতুন সন্ধ্যার (১৩)  সঙ্গে রানীগ্রাম এলাকার মো. ফিরোজ শেখের ছেলে আবদুল মমিনের (১৭) বিয়ের আয়োজন চলছিল। তখন আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে কাজী কৌশলে পালিয়ে যান।

পরে বরের বাবা মো. ফিরোজ শেখ ও কনের বাবা মো. আছেদ আলীকে ৫ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে একমাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি তাদের কাছ থেকে বর ও কনে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না এমন মুচলেকা নেওয়া হয়।

বাংলাদেশ সময় : ০০৫০ ঘণ্টা, জুন ২৯, ২০১৯
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad