ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পুলিশ সুপারকে ঘুষ দিয়ে বিপাকে!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৮ ঘণ্টা, জুন ২৮, ২০১৯
পুলিশ সুপারকে ঘুষ দিয়ে বিপাকে! আটক ব্যক্তি ও ঘুষ দেয়া টাকা। ছবি: বাংলানিউজ

নড়াইল: চাকরির জন্য পুলিশ সুপারকে ৭ লাখ টাকা ঘুষ দেওয়ার অপরাধে নুরুল ইসলাম (৫২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। 

শুক্রবার (২৮ জুন) দুপুর ১২টার দিকে পুলিশ লাইনে সংবাদ সম্মেলনে এসপি মোহাম্মদ জসিম উদ্দিন এ তথ্য জানান।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলামসহ (পুলিশ সুপার পদোন্নতি প্রাপ্ত) সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, প্রায় এক সপ্তাহ আগে নড়াইল সদর উপজেলার চাচড়া গ্রামের নুরুল ইসলাম আমাকে খেলার জার্সি উপহার দিতে আসে আমার অফিসে। রাতে বাসায় গিয়ে দেখতে পাই জার্সির ভেতরে টেপদিয়ে মোড়ানো একটি প্যাকেট ও বায়োডাটা। বিষয়টি কাউকে বুঝতে না দিয়ে প্যাকেটটি ওভাবেই রেখে দেই। গত বৃহস্পতিবার রাতে ওই ব্যক্তি ফোন করে আমার সঙ্গে দেখা করতে চাইলে অফিসে আসতে বলি। বিষয়টি নিশ্চিত হওয়ার পর তাকে ঘুষ দেওয়ার অপরাধে আটক করা হয়।  

টাকার মধ্যে এক হাজার টাকার নোট রয়েছে পাঁচ লাখ এবং পাঁচশ টাকার নোট রয়েছে দুই লাখ। এছাড়াও তার কাছ থেকে একটি চেক উদ্ধার করা হয়েছে বলে জানান পুলিশ সুপার।

বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, জুন ২৮, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।