ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বরগুনার রিফাত হত্যা: সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে পুলিশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২১ ঘণ্টা, জুন ২৮, ২০১৯
বরগুনার রিফাত হত্যা: সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে পুলিশ রিফাত হত্যাকাণ্ডের সিসি ক্যামেরা ফুটেজ

ঢাকা: বরগুনায় স্ত্রীর সামনে স্বামীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনাকে সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে নিয়েছে পুলিশ। ইতোমধ্যেই ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে জড়িত অন্যদের গ্রেফতারের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দফতর।

শুক্রবার (২৮ জুন) পুলিশ সদরদফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) সোহেল রানা বিষয়টি বাংলানিউজকে জানান।

তিনি জানান, আসামিরা যেনো দেশত্যাগ করতে না পারে, সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট সব বিমানবন্দর, স্থলবন্দর ও নৌ-বন্দরগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।



আসামিদের গ্রেফতারের লক্ষ্যে জেলা পুলিশের পাশাপাশি পিবিআই, সিআইডি, র‌্যাব ও ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিট কাজ করছে।

সব আসামিকে শিগগিরই আইনের আওতায় আনা সম্ভব হবে আশা প্রকাশ করে তিনি বলেন, অভিযুক্তদের বিষয়ে কোনো তথ্য থাকলে তা পুলিশকে জানাতে সবার প্রতি অনুরোধ রইলো।

বাংলাদেশ সময়: ১২১৭ ঘণ্টা, জুন ২৮, ২০১৯
পিএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।