bangla news

পরিকল্পনামন্ত্রীর বেয়াইয়ের ইন্তেকাল 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৬-২৭ ৪:৩৬:৪৩ পিএম
মো. আব্দুল গাফফার। ছবি: সংগৃহীত

মো. আব্দুল গাফফার। ছবি: সংগৃহীত

ঢাকা: গণপূর্ত অধিদফতরের সাবেক সিভিল ইঞ্জিনিয়ার ও পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের বেয়াই মো. আব্দুল গাফফার (৮২) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। 

বৃহস্পতিবার (২৭ জুন) সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গত বুধবার (২৬ জুন) স্ট্রোক করলে হাসপাতালে ভর্তি করা হয় মো. আব্দুল গাফফারকে। 

মৃত্যুকালে তিনি দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বৃহস্পতিবার (২৭ জুন) সকালে নগরীর মীরবাগ জামে মসজিদে তার প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। নামাজে অংশ নিয়ে শোক প্রকাশ করে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানান পরিকল্পনামন্ত্রী। 

কুমিল্লার মেঘনায় দ্বিতীয় জানাজা শেষে পরিবারিক কবরস্থানে দাফন করা হবে গণপূর্ত অধিদফতরের সাবেক এ কর্মকর্তাকে। 

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, জুন ২৭, ২০১৯
এমআইএস/একে

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-06-27 16:36:43