ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

২০১৭ সালের আগের ডিএজি-এএজিদের পদত্যাগের নির্দেশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩০ ঘণ্টা, জুন ২৭, ২০১৯
২০১৭ সালের আগের ডিএজি-এএজিদের পদত্যাগের নির্দেশ

ঢাকা: ২০১৭ সালের আগে নিয়োগ পাওয়া সব ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) ও সহকারী অ্যাটর্নি জেনারেলদের (এএজি) পদত্যাগ করতে মৌখিক নির্দেশ দিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে ডেকে তাদেরকে এ নির্দেশ দেন বলে জানা গেছে।

ইতোমধ্যে কয়েকজন পদত্যাগপত্র জমা দিয়েছেন।

তবে পদত্যাগপত্র গ্রহণ না হওয়া পর্যন্ত তারা দায়িত্ব পালন করতে পারবেন।

অ্যাটর্নি জেনারেল অফিসের সূত্রমতে, বর্তমানে মোট ৬৭ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১০৬ জন সহকারী অ্যাটর্নি জেনারেল রয়েছেন।

তাদের মধ্যে ৩৩ জন ডেপুটি ও ৫৪ জন সহকারী অ্যাটর্নি জেনারেল ২০১৭ সালের আগে নিয়োগ পেয়েছেন।

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, জুন ২৭, ২০১৯
ইএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।