ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সবুজবাগে ট্রাকের ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫১ ঘণ্টা, জুন ২৭, ২০১৯
সবুজবাগে ট্রাকের ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু

ঢাকা: রাজধানীর সবুজবাগে ট্রাকের ধাক্কায় আবদুল্লাহ আল মামুন (৩৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

বুধবার (২৬ জুন) দিনগত রাত আড়াইটার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে তার মৃত্য হয়।

নিহতের বড় ভাই মাসুদুর রহমান বৃহস্পতিবার (২৭ জুন) সকালে বাংলানিউজকে জানান, তারা সবুজবাগ পূর্ব রাজার বাগ এলাকায় থাকেন।

বুধবার রাত দেড়টার দিকে পূর্ব রাজার বাগ শাপলা কানুন মোড় এলাকায় একটি ট্রাকের ধাক্কায় মামুন আহত হয়। পরে দ্রুত তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হলে রাত আড়াইটার দিকে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, চার ভাই ও এক বোনের সবার মধ্যে দ্বিতীয় ছিলো মামুন। তাদের বাবার নামে গোলাম মুর্তজা। তার ভাই মামুন অবিবাহিত, সে হস্তশিল্প তৈরি করে বাজারে বিক্রি করতো।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্প ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, মরদেহ ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সবুজবাগ থানাকে অবগত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯৪৪ ঘণ্টা, জুন ২৭, ২০১৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।