ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাজশাহীকে সুন্দর রাখতে সবার সহযোগিতা চাইলেন ডিসি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৯ ঘণ্টা, জুন ২৭, ২০১৯
রাজশাহীকে সুন্দর রাখতে সবার সহযোগিতা চাইলেন ডিসি মতবিনিময় সভায় জেলা প্রশাসক মো. হামিদুল হক। ছবি: বাংলানিউজ

রাজশাহী: রাজশাহীকে সুন্দর রাখতে সবার সহযোগিতা চেয়েছেন রাজশাহীর নব নিযুক্ত জেলা প্রশাসক (ডিসি) মো. হামিদুল হক। 

যোগদানের পর বুধবার (২৬ জুন) বিকেলে তিনি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি শতভাগ সততার সঙ্গে কাজ করার অঙ্গীকার করেন।

 

জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

রাজশাহীর নব নিযুক্ত জেলা প্রশাসক মো. হামিদুল হক বলেন, তার নিজের কিছু চাওয়া নেই। শতভাগ সততার সঙ্গে কাজ করাই তার কাছে বড় কথা।

সবার সহযোগিতা কামনা করে জেলা প্রশাসক বলেন, সেবক হিসেবে তিনি জেলাবাসীর সেবা করতে চান। এ জন্য জেলা প্রশাসনের সব কর্মকর্তাদেরও সহযোগিতা কামনা করেন।

জনসেবার কাজে শতভাগ সহযোগিতার আশ্বাস দিয়ে ডিসি বলেন, অর্পিত দায়িত্বের অংশ হিসেবে সরকারের এজেন্ডা ও উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করে যাবো।  

সরকারি সেবা গ্রহণে কেউ যেন হয়রানির শিকার না হন- সে বিষয়ে সর্বাত্মক সজাগ থাকবেন বলেও আশ্বস্ত করেন জেলা প্রশাসক।

এ সময় নতুন জেলা প্রশাসক সাংবাদিকদের কাছ থেকে রাজশাহীর বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং যত দ্রুত সম্ভব এগুলো সমাধান করার আশ্বাস দেন।

অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে রাজশাহীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।  

এর আগে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে ফুল দিয়ে নতুন জেলা প্রশাসককে শুভেচ্ছা জানানো হয়। এ সময় রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী শাহেদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি মামুন-অর-রশিদ, সদস্য জাবীদ অপু, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক তানজিমুল হকসহ ইউনিয়নের অন্যান্য সদস্যরা উপস্থিতি ছিলেন।

মো. হামিদুল হক গত ২৪ জুন রাজশাহীতে যোগদান করেন। এর আগে তিনি ঝালকাঠির জেলা প্রশাসক ছিলেন।  

বাংলাদেশ সময়: ০৫০৩ ঘণ্টা, জুন ২৭, ২০১৯
এসএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।