ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মতিঝিলে ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৭ ঘণ্টা, জুন ২৭, ২০১৯
মতিঝিলে ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

ঢাকা: রাজধানীর মতিঝিলের আরামবাগে ভবন থেকে পড়ে গুলজার হোসেন প্রামাণিক (৫৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার (২৬ জুন) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। রাত সাড়ে ৯টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন হাসান।

তাদের বাড়ি পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুর গ্রামে। তিনি নর্দা হারেজ সড়কে থাকতেন।

নিহতের ছেলে সম্রাট হাসান জানান, তার বাবা রাজমিস্ত্রির কাজ করেন। নটরডেম কলেজের পাঁচ তলার পাশে মাচাং বেঁধে কাজ করার সময় মাচাং ভেঙে নিচে পড়ে যান। পরে তাকে উদ্ধার করে কাকরাইল ইসলামিয়া ব্যাংক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে রাতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তে জন্য মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ০২৫৩ ঘণ্টা, জুন ২৭, ২০১৯
এজেডএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।