ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বগুড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১১ ঘণ্টা, জুন ২৭, ২০১৯
বগুড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু

বগুড়া: বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আমিনুর রহমান ও ফজলুর রহমান নামে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতরা উপজেলার মোস্তফাপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

বুধবার (২৬ জুন) দিনগত রাতে উপজেলার বড় কোলগ্রাম তেতাগাড়ি বাজারে একটি বাসায় বৈদ্যুতিক লাইনের কাজ করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।  

দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।


 
তিনি জানান, বড় কোলগ্রামের বাসিন্দা এনামুল হকের বাসায় বৈদ্যুতিক লাইন মেরামতের কাজ করছিলেন আমিনুর রহমান ও ফজলুর রহমান নামের দুই ইলেক্ট্রিশিয়ান। কাজ করার সময় হঠাৎ তারা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
 
বাংলাদেশ সময়: ২৩০৬ ঘণ্টা, জুন ২৬, ২০১৯
এমবিএইচ/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad