ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

প্রধান তথ্য কর্মকর্তা হলেন সুরথ কুমার সরকার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪১ ঘণ্টা, জুন ২৭, ২০১৯
প্রধান তথ্য কর্মকর্তা হলেন সুরথ কুমার সরকার

ঢাকা: বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) উপ-মহাপরিচালক সুরথ কুমার সরকারকে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা (পিআইও) নিয়োগ দিয়েছে সরকার। 

জনপ্রশাসন মন্ত্রণালয় এই কর্মকর্তাকে নিয়োগ দিয়ে বুধবার (২৬ জুন) প্রজ্ঞাপন জারি করেছে।

বিসিএস ৮৪ ব্যাচের এই কর্মকর্তা তথ্য মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, জাতীয় সংসদে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

রাজশাহী মহানগরীতে তার বাড়ি। পড়াশোনা করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে।

প্রধান তথ্য কর্মকর্তা কামরুন নাহারকে গত ২২ জানুয়ারি রাষ্ট্রপতির ১০ শতাংশ কোটায় সচিব নিয়োগ করা হয়। পরে তাকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে পদায়ন করা হয়।  

দীর্ঘদিন পদটি শূন্য থাকার পর গত ১৪ মার্চ গণযোগাযোগ অধিদফতরের মহাপরিচালক (চলতি দায়িত্ব) মো. জাকির হোসেনকে অতিরিক্ত দায়িত্বে পিআইও নিয়োগ দেওয়া হয়েছিল।

এরপর রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীনকে গ্রেড-১ বেতনে পিআইও নিয়োগ দিয়ে গত ৮ এপ্রিল আদেশ জারি করে তথ্য মন্ত্রণালয়।

পরে ৩০ এপ্রিল আবারো তাকে রাষ্ট্রপ্রতির প্রেস সচিবের দায়িত্ব দিয়ে ফেরত পাঠানো হয়েছিল। এরপর থেকে পিআইও পদটি শূন্য ছিল।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, জুন ২৬, ২০১৯
এমআইএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।