bangla news

‘পারিবারিক শিক্ষা ছাড়া মাদক নির্মূল সম্ভব নয়’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৬-২৬ ৮:৩৪:৪৩ পিএম
আয়োজিত সভা। ছবি: বাংলানিউজ

আয়োজিত সভা। ছবি: বাংলানিউজ

ময়মনসিংহ: পারিবারিক শিক্ষা ছাড়া মাদক নির্মূল সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মাহমুদ হাসান।

বুধবার (২৬ জুন) দুপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে জেলার টাউনহলস্থ অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। 

কমিশনার মাহমুদ হাসান বলেন, সরকার মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। এ যুদ্ধে জয়ী হতে হলে সবার সহযোগিতা প্রয়োজন। জঙ্গি দমনে আমরা যেভাবে সফল হয়েছি, একইভাবে মাদক নির্মূলেও সবাইকে সঙ্গে নিয়ে সফল হতে চাই। 

জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উদ্যোগে আয়োজিত এ আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন- ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, র‌্যাব-১৪ এর সিইও লে. কর্ণেল এফতেখার উদ্দিন ও আনন্দমোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর নারায়ণ চন্দ্র ভৌমিক প্রমুখ। 

বাংলাদেশ সময় ২০৩৪ ঘন্টা, জুন ২৬, ২০১৯ 
এমএএএম/এসএ

ক্লিক করুন, আরো পড়ুন :   ময়মনসিংহ
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-06-26 20:34:43