ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ফেনীতে প্রতারণার অভিযোগে দুই আইনজীবীর সদস্য পদ স্থগিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০০ ঘণ্টা, জুন ২৭, ২০১৯
ফেনীতে প্রতারণার অভিযোগে দুই আইনজীবীর সদস্য পদ স্থগিত

ফেনী: পেশাগত অসদাচরণ ও প্রতারণার অভিযোগে ফেনীতে দুই আইনজীবীর সদস্য পদ স্থগিত করেছে জেলা আইনজীবী সমিতি।

বুধবার (২৬ জুন) দুপুরে সমিতির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আলীর সভাপতিত্বে আয়োজিত কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।  

সিদ্ধান্ত অনুযায়ী, অ্যাডভোকেট মজিবুর রহমানের সদস্য পদ তিন বছর ও অ্যাডভোকেট হেদায়েত উল্যাহ ভূইয়ার সদস্য পদ দুই বছরের জন্য স্থগিত করা হয়।

 

জানা যায়, ফেনী আদালতে আবুল কাশেম নামে এক ব্যক্তি দু’টি দেওয়ানি মামলা (নম্বর- ৩০/১৪ ও ৫০/১৪) দায়ের করেন। পরে অভিযুক্ত দুই অ্যাডভোকেট পরস্পর যোগসাজসে আদালতে ভুয়া বাদী উপস্থাপন করে মামলা দু’টি প্রত্যাহার করে নেন। পরবর্তীতে আদালত বিষয়টি সম্পর্কে অবগত হলে আইনজীবী সমিতিকে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন।

পেশাগত অসদাচরণে অভিযুক্ত দুই আইনজীবীর সদস্য পদ স্থগিতের ব্যাপারটি বাংলানিউজকে নিশ্চিত করেছেন ফেনী জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আলী।  

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, জুন ২৬, ২০১৯ 
এসএইচডি/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।