ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

এনামুল বাছিরের বিদেশভ্রমণে নিষেধাজ্ঞা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৭ ঘণ্টা, জুন ২৬, ২০১৯
এনামুল বাছিরের বিদেশভ্রমণে নিষেধাজ্ঞা এনামুল বাছির ও নিষেধাজ্ঞার চিঠি

ঢাকা: পুলিশের বরখাস্ত কর্মকর্তা মিজানুর রহমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্ত করতে গিয়ে দুদকের পরিচালক খন্দকার এনামুল বাছিরের ঘুষ নেওয়ার অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায়  বিদেশভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

বুধবার (২৬ জুন) দুদকের পরিচালক শেখ মো. ফানাফিল্যা স্বাক্ষরিত এক চিঠিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।

বিদেশভ্রমণ রহিতকরণের জন্য পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শককে একটি চিঠি দিয়েছেন তদন্ত কর্মকর্তা।



চিঠিতে বলা হয়, খন্দকার এনামুল বাছিরের ঘুষ লেনদেন ও মানিলন্ডারিং সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ অভিযোগের সত্যতা দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানের প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করে বক্তব্য নেওয়া একান্ত প্রয়োজন।  

ইতোমধ্যে অভিযোগ সংশ্লিষ্ট বিষয়ে বক্তব্য দেওয়ার জন্য তার বরাবর নোটিশ পাঠানো হয়েছে।  

বিশ্বস্ত সূত্রে জানা যায়, তিনি সপরিবারে দেশ ছেড়ে অন্য দেশে যাওয়ার চেষ্টা করছেন।  

অনুসন্ধান কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বাছিরের বিদেশ গমন ঠেকানো জরুরি বলে মন্তব্য করা হয় ওই চিঠিতে।

বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, জুন ২৬, ২০১৯
এসএমএকে/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।