ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৭ ঘণ্টা, জুন ২৬, ২০১৯
ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক গ্রেফতার

ঝিনাইদহ: ঝিনাইদহ সদরে স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে সমিত ঘোষ নামে এক প্রাইভেট শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৬ জুন) দুপুরে সদর উপজেলার নগরবাথান গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। সমিত নগরবাথান ঘোষপাড়ার দুলাল ঘোষের ছেলে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান খান বাংলানিউজকে জানান, সমিত ঘোষ উপজেলার রসুলপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষে প্রাইভেট পড়াতেন। সকালে নগরবাথান মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রী তার কাছে প্রাইভেট পড়তে গেলে অন্য শিক্ষার্থীদের ছুটি দিয়ে তাকে শ্লীলতাহানি করেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা সমিত ঘোষকে আটক করে পুলিশে দেয়।

এ ঘটনায় নির্যাতিতার মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। পরে ওই মামলায় সমিতকে গ্রেফতার দেখানো হয়।  

বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, জুন ২৬, ২০১৯
এমআরএ/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।