ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

তিন মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৮ ঘণ্টা, জুন ২৬, ২০১৯
তিন মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব

ঢাকা: মন্ত্রিপরিষদ বিভাগ, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে নতুন ভারপ্রাপ্ত সচিব নিয়োগ দিয়েছে সরকার।

তিন অতিরিক্ত সচিবকে ভারপ্রাপ্ত সচিব করে বুধবার (২৬ জুন) আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।  

বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্টের (বিয়াম) মহাপরিচালক শেখ মুজিবুর রহমানকে মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার বিভাগের ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ বেলায়েত হোসেনকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শেখ ইউসুফ হারুনকে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে।  

মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার বিভাগের সিনিয়র সচিব সামসুল আরেফিন ২৯ জুন এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব জিএম সালেহ উদ্দিন ৩০ জুন থেকে অবসরোত্তর ছুটিতে (এলপিআর) যাবেন।

আর বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. মিজানুর রহমান ১৪ জুন এলপিআরে গেছেন।  

বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, জুন ২৬, ২০১৯
এমআইএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।