ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শ্রমিকদের জন্য বাজেটে বরাদ্দ চায় আইবিসি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৫ ঘণ্টা, জুন ২৬, ২০১৯
শ্রমিকদের জন্য বাজেটে বরাদ্দ চায় আইবিসি সমাবেশে বক্তব্য রাখেন আইবিসির নেতারা। ছবি: শাকিল আহমেদ

ঢাকা: শ্রমিকদের মৌলিক দাবি পূরণে বাজেটে বরাদ্দের দাবিতে সমাবেশ করেছে ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিল (আইবিসি)।

বুধবার (২৬ জুন) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ সমাবেশ করা হয়।

সমাবেশে বক্তব্য রাখেন আইবিসির মহাসচিব সালাউদ্দিন স্বপন, তৌহিদুর রহমান, বাবুল আক্তার, নাজমা আক্তার, নুরুল ইসলাম, রুহুল আমীন প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, ২০১৯-২০ অর্থ বছরের বাজেটে পোশাক রপ্তানিতে শিল্প মালিকদের এক শতাংশ নগদ সহায়তা ঘোষণা করা হয়েছে। শ্রমিকদের মজুরি বাড়ানোর সময় সরকারের কাছ থেকে পোশাক কারখানার মালিকরা ব্যাংক ঋণ কমানোসহ বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়েছেন। কিন্তু বাজেটে শ্রমিকদের বিষয়ে কোনো বরাদ্দ নেই। শ্রমিকদের মৌলিক দাবি পূরণে বাজেটে বরাদ্দের জন্য সরকারের পদক্ষেপ নেওয়া উচিত।

সমাবেশে সভাপতিত্ব করেন আইবিসির চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ।

সমাবেশ শেষে জাতীয় সংসদের স্পিকারকে স্মারকলিপি দেওয়ার উদ্দেশে সংসদ অভিমুখে যাত্রা করেন আইবিসির নেতারা।

বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, জুন ২৬, ২০১৯ 
আরকেআর/এইচএডি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।