ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

লক্ষ্মীপুরে মাদকের ব্যবহার রোধে র‌্যালি-সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২০ ঘণ্টা, জুন ২৬, ২০১৯
লক্ষ্মীপুরে মাদকের ব্যবহার রোধে র‌্যালি-সভা আলোচনা সভা, ছবি: বাংলানিউজ

লক্ষ্মীপুর: মাদকের ব্যবহার রোধে লক্ষ্মীপুরে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে বুধবার (২৬ জুন) সকাল ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনের মুক্ত মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর এ আয়োজন করে।

সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল, বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সফিউজ্জামান।

আলোচন সভা শেষে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার দেন অতিথিরা।

এরআগে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গন থেকে একটি র‌্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণীর-পেশার লোকজন অংশ নেন।

বাংলাদেশ সময়: ১২১৩ ঘণ্টা, জুন ২৬, ২০১৯
এসআর/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।