ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ওজন-পরিমাপে কারচুপি, ২ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১২ ঘণ্টা, জুন ২৬, ২০১৯
ওজন-পরিমাপে কারচুপি, ২ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা

ঢাকা: ওজন ও পরিমাপে কারচুপির অপরাধে দু’টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। 

প্রতিষ্ঠান দু’টি হলো- মেসার্স কৃষিবিদবাজার (সুপার শপ) ও বেকার্স বে।  

মঙ্গলবার (২৫ জুন) বিএসটিআই’র উপ-পরিচালক মো. রেজাউলল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর মিরপুর এলাকায় সার্ভিল্যান্স টিমের মাধ্যমে অভিযান চালানো হয়। এ সময় অভিযুক্ত দু’টি প্রতিষ্ঠানের মধ্যে মেসার্স কৃষিবিদবাজারে প্যাকেটজাত বিস্কুট পণ্যের মোড়কে ওজন, মূল্য, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।  

এছাড়া একই এলাকার মেসার্স বেকার্স বেতে ঘি পণ্যের মোড়কে পণ্যের পরিচিতি, নাম, ঠিকানা, ওজন, মূল্য, উল্লেখ না করায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।  

বাংলাদেশ সময়: ০৫১১ ঘণ্টা, জুন ২৬, ২০১৯
ইএআর/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad