ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সাভারে ইজিবাইকের ধাক্কায় বৃদ্ধা নিহত

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫৭ ঘণ্টা, জুন ২৬, ২০১৯
সাভারে ইজিবাইকের ধাক্কায় বৃদ্ধা নিহত

সাভার (ঢাকা): সাভারে ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় সালেহা বেগম (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় চালককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৫ জুন) দিনগত রাতে সাভারের চাঁপাইন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সালেহা মাদারীপুর জেলা সদর থানার চরমুকুরিয়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

আটক ইজিবাইক চালকের নাম রাকিবুল (২১)। তিনি ধামরাই সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র।

পুলিশ জানায়, রাতে সাভারের চাঁপাইনের শাখা সড়ক পার হচ্ছিলেন ওই বৃদ্ধা। এ সময় একটি ইজিবাইক তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সাভার মডেল থানার পরিদর্শক (ওসি) এ এফ এম সায়েদ বাংলানিউজকে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। আটক ইজিবাইক চালকের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ২৩৫৬ ঘণ্টা, জুন ২৫, ২০১৯
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।