bangla news

সখীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লাইনম্যানের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৬-২৫ ৯:৫২:১০ পিএম
ছবি: প্রতীকী

ছবি: প্রতীকী

টাঙ্গাইল: টাঙ্গাইলের সখীপুরে বিদ্যুতের ট্রান্সফরমারে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোহেল রানা(২৭) নামে এক লাইনম্যানের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৫ জুন) বিকেল ৫টার দিকে সখীপুর পৌরসভার পূর্বদেশ ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে । নিহত সোহেল রানা ময়মনসিংহের ভালুকা উপজেলার হোসেনপুর গ্রামের ওমর আলীর ছেলে।

স্থানীয়রা জানায়, বিকেলে পৌরসভার পূর্বদেশ ফিলিং স্টেশনের সামনে বৈদ্যুতিক ট্রান্সফরমার মেরামতের জন্য সোহেল রানা, রনি ও খলিলুর রহমান নামে তিন লাইনম্যান শ্রমিক ট্রান্সফরমারের ওপরে ওঠে কাজ করছিলেন। একপর্যায়ে অসাবধানতাবশত ওপরে থাকা ১১ হাজার কেভি লাইনের সঙ্গে সোহেল রানার স্পর্শ লাগে। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় অপর দুই শ্রমিক অক্ষত থাকেন।

বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের উপ-সহকারী জামাত আলী আকন্দ বাংলানিউজকে জানান, নিহত সোহেল রানা বিদ্যুৎ অফিসের ঠিকাদার জিন্নাহ মিয়ার অধীনে কাজ করতেন।

বাংলাদেশ সময়: ২১৫১ ঘণ্টা, জুন ২৫, ২০১৯
এমআরএ/এএটি

ক্লিক করুন, আরো পড়ুন :   বিদ্যুৎস্পৃষ্ট টাঙ্গাইল
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-06-25 21:52:10