ঢাকা, শনিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১২ জুলাই ২০২৫, ১৬ মহররম ১৪৪৭

জাতীয়

মানিকগঞ্জের জাসদ সভাপতি ইকবাল হোসেনের দাফন সম্পন্ন 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:২৩, জুন ২৬, ২০১৯
মানিকগঞ্জের জাসদ সভাপতি ইকবাল হোসেনের দাফন সম্পন্ন  ইকবাল হোসেন খান

মানিকগঞ্জ: মানিকগঞ্জ জেলা জাসদের (জাতীয় সমাজতান্ত্রিক দল) সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি যুদ্ধকালীন মুজিব বাহিনীর ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন খানের নামাজে জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে। 

মঙ্গলবার (২৫ জুন) বিকেলে বাদ আসর সরকারি দেবেন্দ্র কলেজ মাঠে এই বীর সৈনিককে রাষ্ট্রীয়ভাবে গার্ড অফ অনার দেওয়া হয়। পরে নামাজে জানাজা শেষে জেলা মুক্তিযোদ্ধা সংসদ সংলগ্ন মুক্তিযোদ্ধা কবরস্থানে তাকে দাফন দেওয়া হয়।

 

এর আগে, সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৬৭ বছর।

দীর্ঘদিন ধরে তিনি বাধ্যক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। তিনি মৃত্যুকালে  স্ত্রী ও এক ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা শোক জানিয়েছেন।  

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, জুন ২৫, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ